জন্মদিনে ভারতে আগত নতুন অতিথিদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন ভিডিও

কপিকলের চাকা ঘোরালেন প্রধানমন্ত্রী। আর খাঁচার মধ্যে থেকে বেরিয়ে এল আট জন অতিথি। আর এরপরেই হাততালি দিয়ে অতিথিদের অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী। আর খুশিতে কুনো জাতীয় উদ্যানে ছুটে বেরালো নবাগত অতিথিরা। এইভাবেই নিজের ৭২ তম জন্মদিন পালন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই ভিডিও ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়।

https://twitter.com/ani_digital/status/1571021121788706816?t=fQOrSLh5-4TrcBZIHw2nFQ&s=19

জন্মদিনে মোদীর পড়েছিলেন হালকা নীল রঙের পাঞ্জাবি আর সঙ্গে সাদা পায়জামা। গায়ে একটা হালকা স্লিভলেস কোর্ট, চোখে ছিল সানগ্লাস আর মাথায় কাউবয় টুপি। ৭৪ বছর পর ভারতীয় বন্য প্রাণ পেয়েছে আট নয়া চিতা। নামিবিয়া থেকে এসেছে এই চিতারা। এদিন নামিবিয়া প্রশাসনকে ধন্যবাদ জানা মোদী। নিজের ৭২ তম জন্মদিন এই চিতাদের সঙ্গে কাটালেন মোদী।

এদিন মোদী বলেন, ১৯৫২ সালেই বলা হয়েছিল চিতা বিলুপ্ত প্রাণী। কিন্তু এরপর এই প্রাণীকে ফিরিয়ে আনার কোনও উদ্যোগ নেওয়া হয়নি। দেশের ৭৫ তম স্বাধীনতা উপলক্ষ্যে চিতাকে ফিরিয়ে আনতে পারে ভালো লাগছে।

নতুন অতিথিদের ভালোভাবে রক্ষণাবেক্ষণে র কথা বলেন মোদী। বলেন, নতুন আবহাওয়া, পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগবে ওদের।

Comments are closed.