আগামী বছরের জন্য কাউন্টডাউন শুরু, জানুন সামনের বছর পর পুজো কবে  

বিদায় নিচ্ছেন মা দুর্গা। সকলের মন বিষাদ। আর একটাই প্রার্থনা মা এই ‘অতিমারী থেকে ধরিত্রীকে রক্ষা কর’।সামনের বছরের জন্য কাউন্টডাউন শুরু।

আগামী বছর ২৫ সেপ্টেম্বর মহালয়া। দুর্গাপুজো শুরু ১ অক্টোবর। ওইদিন ষষ্ঠী। মহাসপ্তমী ২ অক্টোবর অর্থাৎ রবিবার। মহাষ্টমী ৩ অক্টোবর। ৪ তারিখ মহানবমী আর ৫ অক্টোবর বিজয়া দশমী।

আবার ২০২৩ সালের পুজো শুরু ২০ অক্টোবর। ওইদিন মহাষষ্ঠী। ২১ অক্টোবর মহাসপ্তমী। ২২ অক্টোবর মহাষ্টমী। ২৩ অক্টোবর মহানবমী। ২৪ অক্টোবর বিজয়া দশমী।

২০২৪ সালেও পুজো অক্টোবর মাসেই। ৯ অক্টোবর ষষ্ঠী। ১০ অক্টোবর সপ্তমী। ১১ অক্টোবর অষ্টমী। ১২ অক্টোবর নবমী। আর বিজয়া দশমী ১৩ অক্টোবর।

Comments are closed.