PNB কেলেঙ্কারিতে বড় পদক্ষেপ সিবিআইয়ের, দেশে ফেরানো হল নীরব মোদির ঘনিষ্ঠকে 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আর্থিক দুর্নীতির মামলায় বড়সড় সাফল্য সিবিআইয়ের। অবশেষে দেশে ফেরানো হল হাজার হাজার কোটি টাকার তছরুপের মূল পান্ডা নীরব মোদির ঘনিষ্ঠ সুভাষ পরবকে। মঙ্গলবারই মিশরের কায়রো থেকে মুম্বইয়ে ফেরানো হয়েছে তাঁকে। কেন্দ্রীয় তসন্তকারী সংস্থার দাবি, সুভাষকে হেফাজতে পাওয়া মানে নীরবকে দেশে ফেরানো এখন শুধু সময়ের অপেক্ষা। 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সহ দেশের একাধিক ব্যাঙ্ক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে দেশ ছেড়ে বিদেশে গিয়ে গা ঢাকা দেন নীরব মোদি। নীরব মোদির দেশ ত্যাগের পর পর সুভাষও দেশ ছাড়েন। সিবিআইয়ের দাবি, আর্থিক দুর্নীতির মূল সাক্ষীই হচ্ছে সুভাষ পরব। তিনি নীরবের সংস্থার ডেপুটি ম্যানেজার ছিলেন। হাজার হাজার কোটি টাকার নয়ছয় হয় তাঁর হাত ধরেই। গোয়েন্দাদের দাবি, সুভাষকে জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য পাওয়া যাবে, যার ভিত্তিতে দুর্নীতির মূল চক্রী নীরব মোদিকে দেশে ফিরিয়ে আনা সহজ হবে। 

প্রসঙ্গত ২০১৯ সালে ১৪ মার্চ লন্ডনে নীরবকে গ্রেফতার করা হয়। তখন থেকেই তাঁকে দেশে ফেরানোর তোড়জোড় করলেও সফল হয়নি সিবিআই। এরপর ২০২২-এর ফেব্রুয়ারি মাসে লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাসিজস্ট্রেট কোর্টের বিচারপতি নির্দেশ দেন, ভারতে গিয়ে বিচার ব্যবস্থার সম্মুখীন হতে হবে নীরব মোদিকে। কিন্তু ভারতে ফিরলে তিনি সুবিচার পাবেন না, দেশের জেলের অবস্থাও তাঁর থাকার উপযোগী নয় এই আবেদন করে লন্ডন হাইকোর্টে মামলা দায়ের করেন নীরব। সেই মামলার নিষ্পত্তি না হওয়ায় এখনও তাঁকে দেশে ফেরানো যায়নি।   

Comments are closed.