আলিবাগে ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হল নীরব মোদীর ১০০ কোটির অবৈধ বাংলো

ডিনামাইট বিস্ফোরণে উড়ে গেল নীরব মোদীর ১০০ কোটি টাকার বাংলো! মহারাষ্ট্রের আলিবাগের কিহিম বিচে ৩৩ হাজার স্কোয়ার ফুটের সি-ফেসিং প্রাসাদোপম বাংলোটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল বলে জানিয়েছে মহারাষ্ট্র প্রশাসন। মুম্বই শহর থেকে ৯০ কিলোমিটার দূরে কিহিম সমুদ্র সৈকতে নীরব মোদীর বাংলো-সহ বেশ কয়েকটি রিসর্ট, হোটেল নিয়ম কানুনের তোয়াক্কা না করেই গড়ে উঠছিল, এই মর্মে ২০০৯ সালে বম্বে হাইকোর্টে একটি স্বেচ্ছাসেবী সংস্থা জনস্বার্থ মামলা দায়ের করে। বাংলো ভাঙার নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট। এরপরেই ঋণখেলাপীর দায়ে অভিযুক্ত হীরে ব্যবসায়ী নীরব মোদীর এই প্রাসাদোপম বাংলো-সহ ৫৮ টি বাড়ি ভাঙার কাজ শুরু করে মহারাষ্ট্র প্রশাসন।
প্রশাসনের তরফে মাস কয়েক আগে শুরু হয়েছিল নীরব মোদীর বাংলো ভাঙার কাজ। কিন্তু বাংলোর ভিত এতটাই মজবুত, যে মেসিন ব্যবহার করেও ভাঙা যায়নি বলে প্রশাসন সূত্রে খবর। এরপরেই ডিনামাইট ব্যবহার করে নীরবের বাংলো উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের তরফে। শুক্রবার রায়গড় জেলা কালেক্টর বিজয় সূর্যবংশি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরক ব্যবহার করে নীরব মোদীর বাংলো ভাঙার কাজ সম্পূর্ণ হয়েছে।

Comments are closed.