প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং সিপিএমের পলিটব্যুরো সদস্য নিরুপম সেন। সোমবার ভোররাতে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। নিরুপম সেনের বয়স হয়েছিল ৭২ বছর।
২০১৩ সালে সেলিব্রাল স্ট্রোক হয় নিরুপম সেনের। তারপর থেকেই অসুস্থ ছিলেন তিনি। সম্প্রতি তাঁর অবস্থা গুরুতর হলে তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই এদিন ভোর সাড়ে ৫ টা নাগাদ তাঁর মৃত্যু হয়। বর্ধমান জেলা সিপিএমের প্রাক্তন সম্পাদক নিরুপম সেন ২০০১ সালে রাজ্যের শিল্প এবং বাণিজ্যমন্ত্রী হয়েছিলেন। ২০১১ সাল পর্যন্ত তিনি ছিলেন এই দফতরের দায়িত্বে। সিপিএম সূত্রে খবর, সোমবার তাঁর মরদেহ কলকাতাতেই রাখা হবে। বুধবার তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে বর্ধমানে।
Comments are closed.