দেশের জেলা হাসপাতালগুলির মধ্যে সেরা রাজ্যের এম আর বাঙ্গুর; ঘোষণা নীতি আয়োগের

রাজ্য সরকারের মুকুটে নয়া পালক। সারা দেশের মধ্যে সেরা জেলা হাসপাতালের শিরোপা পেল এম আর বাঙ্গুর হাসপাতাল। সম্প্রতি নীতি আয়োগ দেশের জেলা হাসপাতালগুলি নিয়ে একটি সমীক্ষা চালায়। আর তাতেই তালিকায় শীর্ষ আসন লাভ করে এম আর বাঙ্গুর।

২০১৮-১৯ সালে দেশের প্রত্যেকটি জেলা হাসপাতালের পরিষেবা নিয়ে সমীক্ষা চালায় নীতি আয়োগ। সমীক্ষায় দেখা যায় পরিষেবা প্রদানের নিরিখে দেশের বাকি সব জেলা হাসপাতালকে পেছনে ফেলে দিয়েছে এম আর বাঙ্গুর।

উল্লেখ্য অতিমারীর সময়ও বাঙ্গুর হাসপাতালের পরিষেবা একাধিক মহলে প্রশংসিত হয়েছে। অন্যান্য হাসপাতাল বেড বা অন্যান্য কারণে যেখানে রোগী ফিরিয়ে দিচ্ছিল, বাঙ্গুরের ক্ষেত্রে এমন ঘটনা খুব কমই ঘটেছে। সেই সঙ্গে কোভিড চিকিৎসায় করোনা ওয়ার্ডকে বাকি সব ওয়ার্ডের থেকে সম্পূর্ণ আলাদা করে রুগীদের চিকিৎসা করা হয়।

সোমবার সন্ধ্যায় নীতি আয়োগের তরফে রাজ্য সরকারকে এই খবর দেওয়া হয়।

করোনা কালে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক সময় বিরোধীরা অভিযোগ করেছেন। সরকারি হাসপাতালের পরিষেবা নিয়েও বিরোধী দলগুলি নানান প্রশ্ন তুলছে। এই আবহে নীতি আয়োগের এই ঘোষণা বিশেষ তাৎপর্পূর্ণ।

Comments are closed.