প্ৰধানমন্ত্ৰীকে চিঠির শুরুতে ম্যাডাম বলে সম্বোধন বিজেপি বিধায়কের

প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদীকে চিঠিতে ম্যাডাম বলে সম্বোধন করলেন বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছেন তিনি। ইতিমধ্যেই ভাইরাল সেই চিঠি। পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার বিজেপি বিধায়ক তিনি। এই প্রথমবার বিধায়ক হয়েছেন তিনি।

জানা গেছে, তাঁর নিজের কেন্দ্রে রাজবীর বাউড়ি নামে একটি দুবছরের শিশু ব্লাড ক্যান্সারে আক্রান্ত। পরিবার আর্থিকভাবে স্বচ্ছল না হওয়ায় এলাকার বিধায়ক বিবেকানন্দ বাউরির কাছে সাহায্যের আবেদন করেন শিশুটির বাবা। ৯ অগাস্ট বিধায়ক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিশুটিকে সাহায্যের আর্জি জানিয়ে চিঠি লেখেন। সেখানেই তিনি প্ৰধানমন্ত্রীকে চিঠির শুরুতে ম্যাডাম বলে সম্বোধন করেন।

যদিও নিজের দোষ ঢেকে বিবেকানন্দ বাউরির দাবি ওই চিঠির বয়ানে এরআগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও সাহায্যের আবেদন জানিয়ে চিঠি লেখা হয়েছিল। তাই পরের প্ৰধানমন্ত্রীকে চিঠিতে স্যারের জায়গায় ম্যাডাম কথাটা রয়ে গেছে। এটা তাঁর অফিসের ভুল। রঘুনাথপুরপুর তৃণমূল নেতৃত্বের দাবি চিঠি লিখতে পারেনন এলাকার বিধায়ক, তিনি আবার মানুষের জন্য কাজ করবেন কীভাবে।

Comments are closed.