রাজ্যের নাম ‘বাংলা’ করার প্রস্তাব খারিজ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, ক্ষুব্ধ মমতা

রাজ্যের প্রস্তাবিত ‘বাংলা’ নাম খারিজ করল কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ‘বাংলা’ নামে আপত্তি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রাজ্যের নাম পরিবর্তনের জন্য প্রয়োজন সংবিধান সংশোধন। তা করা হয়নি। তাই পশ্চিমবঙ্গের নাম বদলের কোনও প্রশ্নই নেই।
২০১৬ সালের অক্টোবরে বিধানসভায় রাজ্যের নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাব পাস হয়েছিল।সর্বসম্মতভাবেই তা পাস হয়। তারপরই তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজনাথ সিংহকে মমতা আবেদন জানিয়েছিলেন, ‘পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার সঙ্গে রাজ্যের মানুষের আবেগ জড়িত, তাই দ্রুত পদক্ষেপ করুন’। ‘বিষয়টি দেখছি’ বলে মুখ্যমন্ত্রীকে আশ্বাসও দিয়েছিলেন রাজনাথ সিংহ। কিন্তু বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়, রাজ্যের নাম কোনওভাবেই পরিবর্তন করা যাবে না। প্রসঙ্গত, সেই সময় রাজ্যের নাম পরিবর্তনের বিরুদ্ধে মত দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
গত সপ্তাহেই বিধানসভায় বিভিন্ন ইস্যুতে বিজেপির সমালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী এই রাজ্যের নাম বদল প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে অযথা গড়িমসির অভিযোগ এনেছিলেন। তারপরই সংসদে বিষয়টি তোলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। আর বুধবার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটি প্রশ্নের উত্তরে রাজ্যের এই প্রস্তাব খারিজ করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।

Comments are closed.