২৮ অগাস্ট হচ্ছে না লকডাউন, টানা ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলে সমস্যা হবে মানুষের, খবর নবান্ন সূত্রে

ফের লকডাউনের সূচিতে বদল। ২৮ অগাস্ট রাজ্যে নির্ধারিত কমপ্লিট লকডাউন হচ্ছে না। বুধবার এই খবর জানানো হয়েছে নবান্ন সূত্রে। এর ফলে অগাস্ট মাসে মোট কমপ্লিট লকডাউনের সংখ্যা কমে হল ৬।

সংক্রমণে লাগাম পরাতে সাপ্তাহিক লকডাউনের পথে গিয়েছে রাজ্য সরকার। সেই অনুযায়ী জুলাই মাসে লকডাউন হয়েছে। অগাস্টের শুরুতেই ঘোষণা করা হয়েছিল এ মাসের কমপ্লিট লকডাউনের দিনপঞ্জি। জানানো হয়েছিল, ৫, ৮, ২০, ২১, ২৭, ২৮ এবং ৩১ অগাস্ট রাজ্যে কমপ্লিট লকডাউন হবে। প্রথম দুটি লকডাউন পেরিয়ে গিয়েছে কিন্তু বুধবার সেই সূচিতে আবার বদল করল নবান্ন। এবার ২৮ তারিখ রাজ্যে লকডাউন হচ্ছে না বলে জানানো হল। এর কারণ হিসেবে বলা হচ্ছে, ২৮ অগাস্ট লকডাউন করলে টানা ৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। এর ফলে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। তাই ২৮ তারিখ, শুক্রবার লকডাউন করা হচ্ছে না।

Comments are closed.