ভারতে ফাইজার ও মডার্নার টিকায় ট্রায়ালের প্রয়োজন নেই: DCGI

দুই ভ্যাকসিন নির্মাণকারী সংস্থাকে ক্ষতিপূরণের দায় থেকে ছাড় দেওয়া হবে বলে কেন্দ্রীয় সূত্রে খবর

ভারতে ফাইজার ও মডার্নার টিকায় ট্রায়ালের প্রয়োজন নেই বলে জানিয়ে দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (DCGI). এবার এই দুই ভ্যাকসিন নির্মাণকারী সংস্থাকে ক্ষতিপূরণের দায় থেকে ছাড় দেওয়া হবে বলে কেন্দ্রীয় সূত্রে খবর।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে, এই ২ বিদেশী ভ্যাকসিন নির্মাণকারী সংস্থা যদি ভারতে জরুরি ভিত্তিতে করোনার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি চায়, সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার তাদের হয়ে ক্ষতিপূরণ দিতে প্রস্তুত। অর্থাৎ অন্য দেশগুলিতে যেমন ফাইজার ও মডার্নাকে ক্ষতিপূরণের ছাড় দেওয়া হয়, তেমন ভারতও করবে।

ডিসিজিআই আগেই জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই সব বিদেশি ভ্যাকসিন নির্মাণকারী সংস্থাকে অনুমতি দিয়েছে। তাই ভারতে আলাদা করে জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিন ট্রায়ালের কোনও প্রয়োজন নেই। ডিসিজিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার এই মুহূর্তে ভারত। এখন দেশে প্রচুর ভ্যাকসিনেশনের দরকার। তাই এইসব বিদেশী ভ্যাকসিনের ক্ষেত্রে ট্রায়ালের প্রয়োজন ছাড়া ছাড়পত্র দেওয়া হয়েছে।

জানা গেছে, ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড-১৯ ভারতে এই ভ্যাকসিনের ছাড়পত্রের প্রস্তাব দিয়েছিল ডিসিজিআইয়ের কাছে। সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে ডিসিজিআই। এর ফলে ভারতে এই অতিমারী কালে সেরাম, ভারত বায়োটেকের ভ্যাকসিনেশন চলছে। সম্প্রতি ভারতে এসেছে রাশিয়ার স্পুটনিক ভি। এবার ফাইজার ও মডার্নার ভ্যাকসিন এলে আরও তাড়াতাড়ি দেশবাসী ভ্যাকসিন পাবে বলে মনে করা হচ্ছে।

Comments are closed.