নোটবন্দির দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিকে দিয়ে তদন্ত করবে তৃণমূল, ইশতেহার প্রকাশ করে বললেন মমতা

নোটবন্দি মোদীর আমলে সবচেয়ে বড় দুর্নীতি বলে বারবারই অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। এমনকী ২০১৬ সালে নোটবন্দির পর প্রথম দিন থেকেই এর বিরোধিতা করে এসেছেন তিনি। রিজার্ভ ব্যাঙ্কের সামনে অবস্থানও করেছে তৃণমূল কংগ্রেস। এবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, সুপ্রিম কোর্টের বিচারপতিকে দিয়ে নোটবন্দি নিয়ে তদন্ত করবে তৃণমূল। নতুন সরকারের কমন মিনিমাম কর্মসূচির অন্যতম গুরুতম বিষয় হবে নোটবন্দির দুর্নীতির তদন্ত।
বুধবার বিকেলে আসন্ন লোকসভা ভোটের ইশতেহার প্রকাশ করেন তৃণমূল নেত্রী।
নোটবন্দির পাশাপাশি জিএসটি নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এক্সপার্ট কমিটিকে দিয়ে জিএসটির রিভিউ করা হবে। জিএসটির মধ্যে অনেক গোলমাল আছে বলে নানা সময়ে অভিযোগ উঠেছে।
একশো দিনের কাজ গরিব মানুষের জীবিকা নির্বাহের ক্ষেত্রে একটা বড় ব্যাপার বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, একশো দিনের কাজকে ২০০ দিনের জন্য করতে হবে। তাতে গরিব মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত হবে। মোদীর আমলে তুলে দেওয়া প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনা হবে বলে জানান তৃণমূল নেত্রী

Comments are closed.