পেট্রলের দাম ছাড়াল ৮০ টাকা, রেকর্ড পতন টাকার দামের

টানা দশদিন ধরে অব্যাহত পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি। মঙ্গলবার চার মেট্রো শহরের মধ্যে লিটার পিছু পেট্রোল, ডিজেলের সর্বাধিক দাম হয়েছে বানিজ্য নগরী মুম্বইতে। এদিন মুম্বইতে এক লিটার পেট্রোলের দাম দাঁড়ায় ৮৬.৭২ টাকা ও ডিজেলের দাম ছিল লিটার পিছু ৭৫.৭৪ টাকা। দুই ক্ষেত্রেই যা রেকর্ড। পিছিয়ে নেই কলকাতাও। কলকাতায় এদিন এক লিটার পেট্রোল ও ডিজেলের দাম হয়েছে যথাক্রমে ৮২.২২ ও ৭৪.১৯ টাকা। দিল্লিতে মঙ্গলবার এক লিটার পেট্রোল কিনতে গুণতে হয়েছে ৭৯.৩১ টাকা ও ডিজেলের দাম ছিল ৭১.৩৪ টাকা প্রতি লিটার।
পাশাপাশি সর্বকালীন রেকর্ড পতন হয়েছে টাকার দামের। মনে করা হচ্ছে, ডলারের তুলনায় টাকার দামের রেকর্ড পতনের জেরে পেট্রোল-ডিজেলের দাম আরও বাড়বে। সোমবার এক সময় প্রতি ডলারের তুলনায় টাকার দাম পৌঁছে যায় ৭১.১৮ টাকায়। এছাড়া বিশ্ব বাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দামও। ভারতকে যেহেতু প্রায় ৮০ শতাংশ জ্বালানি তেলই বিদেশ থেকে আমদানি করতে হয়, তাই টাকার দামের এই পতনের প্রভাব আমদানিতে পড়ছে। ফলে আরও বাড়তে পারে পেট্রোপণ্যের দাম। পেট্রোপণ্যের এই নজিরবিহীন দাম বৃদ্ধির জন্য কেন্দ্রীর সরকারের সমালোচনা করেছে প্রায় সব বিরোধী দল। দেশে লুঠের রাজত্ব চলছে বলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আশঙ্কা প্রকাশ করেছেন, এভাবে চলতে থাকলে খুব দ্রুত লিটার পিছু পেট্রোল-ডিজেলের দাম ১০০ টাকা ছাড়িয়ে যাবে। যার ফলে আরও মুদ্রাস্ফিতী হবে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Comments are closed.