মুখ্যমন্ত্রীর শপথের দিনই রাজ্যে এলো ৫ লক্ষ করোনা টিকা

তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথের দিনই রাজ্যে এল করোনা ভ্যাকসিনের ৫ লক্ষ ডোজ। কেন্দ্রের তরফে রাজ্যে ইতিমধ্যেই এসে পৌঁছেছে ১ লক্ষ কোভ্যাকসিন। আরও ৪ লক্ষ কোভিশিল্ড আসছে। এর আগেই ১৮ ঊর্দ্ধদের জন্য ৩ কোটি ভ্যাকসিন ডোজ চেয়েছিল রাজ্য। জানা গিয়েছিল, নির্ধারিত মূল্যেই ওই ভ্যাকসিন কিনবে রাজ্য সরকার।

রাজ্যের তরফে জানানো হয়েছিল, মোট ১ কোটি ১৮ ঊর্দ্ধদের জন্য ভ্যাকসিন লাগবে ২ কোটি। আর বেসরকারী হাসপাতালগুলিতে ৫০ লক্ষ মানুষকে ভ্যাকসিন দিতে প্রয়োজন ১ কোটি ডোজ। সব মিলিয়ে ৩ কোটি ভ্যাকসিনের অর্ডার দেওয়া হয়েছিল। ৫ মে অর্থাৎ বুধবার থেকেই ১৮ ঊর্দ্ধদের টিকাকরণ শুরু হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মোদী ঘোষণা করেছিলেন ১ মে থেকে দেশজুড়ে ১৮ ঊর্দ্ধদের ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু ভ্যাকসিনের অভাব দেখা দেয় বিভিন্ন রাজ্যে। একাধিক রাজ্য টিকাকরণ বন্ধ করে দিয়েছে। বাংলাতেও রাজ্য সরকারি হাসপাতালে টিকার প্রথম ডোজ পাওয়া যাচ্ছে না। বেসরকারি হাসপাতালগুলিতেও ভ্যাকসিনেশন বন্ধ হয়ে রয়েছে। আগে ২৮ এপ্রিল রাজ্যে এসেছিল ১০ লক্ষ করোনা ভ্যাকসিন। এরমধ্যে রাজ্যের জন্য ছিল ৪ লক্ষ। ২৩ এপ্রিল রাজ্যে আরও ৫ লক্ষ ভ্যাকসিনের ডোজ আসে। এরপর ৫ মে মমতা ব্যানার্জির শপথের দিনই রাজ্যে পৌঁছল ৫ লক্ষ ভ্যাকসিন।

Comments are closed.