একইদিনে বজ্রপাতে মৃত্যু ৪ মহিলার, আহত অনেকে

মঙ্গলবার বজ্রপাতের সঙ্গে দিনভর বৃষ্টিপাত হয়েছে দক্ষিণের একাধিক জেলায়। কিন্তু ওইদিন পুরুলিয়া জেলার বিভিন্ন অংশে বাজ পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৪ জনই মহিলা। আহত হয়েছেন অনেকে।

মাঠে চাষ করতে গিয়েছিলেন কিরণ মাহাতো নামে এক মহিলা সেইসময় বাজ পড়ে মৃত্যু হয় তাঁর। বলরামপুর থানা এলাকার সাইপুড্ডিতেও বাসকী মুর্মু নামে এক মহিলার মৃত্যু হয়েছে বজ্রপাতের জেরে। পাশাপাশি মানবাজার থানা এলাকার কাপ্পাড়া গ্রামের বাসিন্দা অষ্টমী সরেন নামে এক মহিলা মাঠে ধান চাষ করার সময় বাজ পরে। তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে, কেন্দা থানার জামবাদ গ্রামের বাসিন্দা দুই মহিলা ধান চাষ করেছিলেন। সেইসময় বাজ পড়ে। আহত অবস্থায় তাঁদের করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা ভারতী সহিস নামে এক মহিলাকে মৃত ঘোষণা করেন। এবং অপর একজন মহিলা তুষ্ট সহিস আহত অবস্থায় হাসপাতাল ভর্তি। সব মিলিয়ে একইদিনে পুরুলিয়া জেলায় বাজ পড়ে ৪ মহিলার মৃত্যু হয়েছে।

এছাড়া বজ্রপাতের জেরে আহত হয়েছেন তিনজন। সিমুদুরি গ্রামের বাসিন্দা আহতদের নাম ত্রিলোচন মাহাত ও ফুলচাঁদ মাহাত ও গুজর মাহাত।

Comments are closed.