বাংলা সফরে এসে দ্বিতীয় দিন বেলুড় মঠে গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, দেখুন ছবি

সোমবার কলকাতায় এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি বেলুড় মঠে যান। সেখানে গিয়ে শ্রী রামকৃষ্ণ দেবের মূর্তির সামনে পুষ্প দেন তিনি। কথা বলেন মঠের মহারাজদের সঙ্গে।

এদিন রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ছিলেন রাজ্যের দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা ও অরূপ রায়। জেলাশাসক ও হাওড়া কমিশনারেটের পুলিশ কমিশনারও ছিলেন রাষ্ট্রপতির সঙ্গে।

রাষ্ট্রপতিকে বেলুড় মঠে স্বাগত জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, সহ সাধারণ সম্পাদক স্বামী বোধসরানন্দ।

বাংলায় প্রথমবার এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর বাংলায় এসেই দ্বিতীয় দিনে বেলুড় মঠ পরিদর্শন করেন। গাড়ি নিয়ে গঙ্গাবক্ষ পরিদর্শন করেন। ঘুরে দেখেন মঠের সব জায়গা।

মঠের সামনে দাঁড়িয়ে সব মহারাজ, রাজ্যপাল ও দুই মন্ত্রীকে নয়ে ছবি তোলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

রাষ্ট্রপতির হাতে উপহার তুলে দেন বেলুড় মঠের মহারাজরা। উপহারের মধ্যে ছিল কয়েকটি বই। এছাড়াও বেলুড় মঠের পক্ষ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের পূজার ফুল,প্রসাদ, মা সারদা দেবীর পূজিত সাল, শাড়ি। মঠের পক্ষ থেকে বেশ কিছু স্মারক, ফল ও শাল উপহারস্বরূপ তুলে দেওয়া হয় তাঁর হাতে।

এদিন বেলুড় মঠ থেকে ইউকো ব্যাঙ্কের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রাষ্ট্রপতির। এরপর কপ্টারে করে শান্তিনিকেতন যায়ার কথা রাষ্ট্রপতির। মধ্যাহ্নভোজের পর আম্রকুঞ্জে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

উল্লেখ্য, দুদিনের সফরে কলকাতায় এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।  প্রথমদিনই তাঁকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নাগরিক সম্বর্ধনা জানানো হয়। সোমবার এলগিন রোডে নেতাজির বাসভবন ও জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে দেখেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির হওয়ার পর প্রথম বার রাজ্যে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

 

Comments are closed.