১ টাকার চা দিদি, জানুন কাহিনী

দুধ চা খান আর লাল চা, দাম মাত্র ১ টাকা। শুনতে অবাক লাগলেও কল্যানীর বিদ্যাসাগর কলোনীতে ছোট্ট কুড়ে ঘরের মতন দোকানে চা বিক্রি করছেন উষারাণী জোয়ারদার। ৪০ বছর ধরে এই চা বিক্রি করছেন তিনি।

গরীব মানুষ হোক বা বড়লোক, সবাই আসেন এখানে চা খেতে। সকাল হোক বা রাত ভিড় পড়ে যায় রি দোকানে চা খাওয়ার জন্য। ২০০০ সালে এই চায়ের দাম ঊষারাণী নিতেন ৫০ পয়সা। ২০০০ সালের পর থেকে সেই দাম হয় ১ টাকা। আর আজ ২০২২ সালে দাঁড়িয়েও সেই দাম ১ টাকাই নিচ্ছেন তিনি।

বাড়িতে আছেন স্বামী, সন্তান, নাতি, নাতনি। বাড়িতে অভাব তাঁর নিত্যসঙ্গী। স্বামী করেন রাজমিস্ত্রির কাজ। কিন্তু তবু তিনি ১ টাকাতেই চা বিক্রি করছেন। আর ভবিষ্যতেই এই দামেই চা বিক্রি করবেন বলে জানিয়েছেন ঊষারাণী।

সকাল ৬ টা থেকে ৯ টা, ১০ টা আর বিকেলে ৩ টা থেকে রাত ৯ টা ৯.৩০ পর্যন্ত খোলা থাকে চায়ের দোকান। প্রতিদিন ২০০ থেকে ৩০০ কাপ চা বিক্রি হয় ঊষারাণীর। এলাকাবাসীরাও খুশি এই চা খেয়ে।

বর্তমানে চায়ের দোকানে গেলে ৫ টাকা বা ৬ টাকার কমে পাওয়া যায়না কোনও চা। আর বড় কাপ হলে তো সেই দাম হয় ১০ টাকা। সেখানে কল্যানীর এই চায়ের দোকানে এখনও পাওয়া যাচ্ছে মাত্র ১ টাকায় চা।

Comments are closed.