আমাদের লক্ষ্য কর্মসংস্থান বাড়ানো, প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

আমাদের লক্ষ্য কর্মসংস্থান বাড়ানো। নদিয়ার কৃষ্ণনগরের প্রশাসনিক সভা থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কর্মসংস্থান বাড়ানোর জন্য সরকারি আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন তিনি। মমতার কথায়, বিধানসভা কেন্দ্র ধরে ধরে একটি করে শিল্প পার্ক করা যেতে পারে। বলেন, নদিয়া জেলার বিধানসভা কেন্দ্রগুলিতে একটি করে শিল্প পার্ক তৈরি করা হবে। ৫ একর জমিতে শিল্প পার্ক তৈরি করার ছাড়পত্র দেওয়া হবে। পাশাপাশি তিনি বলেন, খুব তাড়াতাড়ি পুরভোটগুলি হয়ে যাবে, তাই পুরপ্রশাসকদের আরও ভালো করে কাজ করার পরামর্শ দেন তিনি।

পাশাপাশি সীমান্তবর্তী এলাকা নদিয়ায় বিএসএফকে নিয়ে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। জেলাশাসকদের তিনি বলেন, বিএসএফ যাতে কারও অনুমতি ছাড়া এলাকায় ঢুকতে না পারে সেদিকে নজর রাখতে হবে। আইনশৃঙ্খলা পুলিশ-প্রশাসনের হাতে থাকার কথা। নদিয়া জেলা পুলিশকে বিএসএফের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার পরামর্শ দেন তিনি।

এদিন তাঁতশিল্পীদের জন্য বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, এবার থেকে তাঁতশিল্পীদের হাতে তৈরি হবে স্কুল পড়ুয়াদের পোশাক। রাজ্য সরকারের তরফে স্কুল পড়ুয়াদের যে বিনামূল্যে পোশাক দেওয়া হয়। তা বানাবেন তাঁতশিল্পীরা। নদিয়ায় তাঁতশিল্পীদের করুন অবস্থা দেখেই এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁতশিল্পীদের থেকে তৈরি স্কুল ড্রেস কিনবে রাজ্যের বস্ত্র দফতর। এতে রাজ্যের তাঁতশিল্পের উন্নতি হবে।

Comments are closed.