অক্সিজেনের অভাবে ছটফট করা রোগীকে গাছ তলায় বসতে বলল যোগীর পুলিশ!

অক্সিজেনের সঙ্কটে আজব পরামর্শ উত্তর প্রদেশের প্রয়াগরাজের পুলিশ কর্মীদের

গাছ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছাড়ে। এদিকে অক্সিজেনের অভাবে প্রাণ যায় যায় বাবার। অসহায় ছেলে মরিয়া পুলিশকে প্রশ্ন করেছিলেন, অক্সিজেন না পেলে বাবাকে নিয়ে কোথায় যাবো? খাকি উর্দি উত্তর দেন, ওই বড় গাছ তলায় গিয়ে বসুন!

স্থান- উত্তরপ্রদেশ। আর অক্সিজেনের সঙ্কটে আজব পরামর্শ উত্তর প্রদেশের প্রয়াগরাজের পুলিশ কর্মীদের।

জানা গিয়েছে, অক্সিজেন না পেয়ে অনেক রোগীর পরিবারের লোকজন বিজেপি বিধায়ক হর্ষবর্ধন বাজপেয়ীর অক্সিজেন প্ল্যান্টের সামনে গিয়ে জমায়েত করেন। সেখান থেকে জানিয়ে দেওয়া হয় প্ল্যান্টের অক্সিজেন আগে হাসপাতালে যাবে। সরাসরি কাউকে দেওয়া হবে না। সরকারের গাইডলাইন মেনেই অক্সিজেন সরবরাহ করা হবে।

অন্যদিকে রুগীর বাড়ির লোকজন জানাচ্ছেন, হাসপাতালে গেলেও অক্সিজেন নেই বলে তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই অবস্থায় এক যুবক বাবার জন্য অক্সিজেন যোগাড় করতে বিজেপি বিধায়কের প্ল্যান্টে ঢুকতে যান। পুলিশ বাঁধা দিলে ওই যুবক পুলিশের কাছে কেঁদে ফেলেন। অসহায় হয়ে জানান, অক্সিজেন না পেলে তিনি বাবাকে বাঁচতে পারবেন না। অভিযোগ, যুবকের কথায় কর্নপাত করেনি পুলিশ। বরং পরামর্শ আসে, বাবাকে নিয়ে অশ্বত্থ গাছের তলায় বসার পরামর্শ দেন। এতেই ওই অসুস্থ মানুষটির অক্সিজেনের অভাব মিটে যাবে।

পুলিশের এই পরামর্শের খবর প্রকাশ্যে আসার পর তুমুল নিন্দার ঝড় ওঠে। কয়েকদিন আগে যোগী সরকার এক বিবৃতি দিয়ে জানায় অক্সিজেন নেই কোনও হাসপাতাল এরকম মিথ্যে খবর ছড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ দাবি করেন, তাঁর রাজ্যে যথেষ্ট অক্সিজেন রয়েছে। তাহলে অশ্বত্থ গাছের তলায় বসার পরামর্শ কেন? উত্তর অধরা।

Comments are closed.