পরিবেশবিদ আর কে পচৌরির বিরুদ্ধে এক মহিলার শ্লীলতাহানির ঘটনায় চার্জ গঠনের নির্দেশ আদালতের

এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইন্সটিটিউটের প্রাক্তন প্রধান আর কে পচৌরির বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিল আদালত। শুক্রবার দিল্লির এক বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছে। কোর্ট জানিয়েছে পুলিশের দেওয়া চার্জশিটে তাঁর বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি দেওয়ার যথেষ্ট প্রমাণ রয়েছে। ২০ অক্টোবর তাঁর বিরুদ্ধে চার্য গঠনের দিন ধার্য হয়েছে। তবে ২০১৫ সালের ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির চার্জ গঠনের নির্দেশ দিলেও অন্যান্য অভিযোগ থেকে এদিন তাঁকে রেহাই দিয়েছে আদালত।
উল্লেখ ২০১৫ সালের ১৩ ফেব্রুয়ারি আর কে পচৌরির বিরুদ্ধে শ্লীলতাহানির মূল অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছিল পুলিশ। কিন্তু সেই বছরেরই ২১ মার্চ অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে যান পচৌরি। তাঁর বিরুদ্ধে প্রথম দফায় ২০১৬ সালের ১ মার্চ চার্জশিট দাখিল করে দিল্লি পুলিশ। পরে আরও তথ্য হাতে আসার পর ২০১৭ সালের মার্চ মাসে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হয়। পুলিশের দাবি, তাঁর অনেক পুরনো ই-মেল, মোবাইল মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ যেগুলি ডিলিট করে দেওয়া হয়েছে তা উদ্ধার করা সম্ভব হয়েছে। যা দেখে তদন্তকারীরা নিশ্চিত, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা রয়েছে।

Comments are closed.