এনআরএস কাণ্ডে লখনউয়ের চিকিৎসকদের মিছিলের ছবিকে পাকিস্তানের চিকিৎসকদের মিছিল বলে ভুয়ো প্রচার সোশ্যাল মিডিয়ায়

পাকিস্তানের চিকিৎসকরা এনআরএসের আন্দোলনকে সমর্থন জানিয়ে মিছিল করেছেন বলে যে খবর এবং ভিডিও প্রচারিত হয়েছে তা আসলে ভুয়ো। উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের চিকিৎসকদের মিছিলের ছবিকে পাকিস্তানের মিছিল বলে প্রচার করা হয়েছে।
এনআরএসে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের আঁচ ছড়িয়েছে সারা দেশে, ইতিমধ্যে বাংলার চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বিভিন্ন রাজ্যেই প্রতীকী ধর্মঘট শুরু করেছেন ডাক্তাররা। এই প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে একটি ভিডিও, যেখানে দাবি করা হয়েছে ভারতের চিকিৎসকদের আন্দোলনকে নৈতিক সমর্থন জানিয়ে কাঁটাতারের ওপারে, পাকিস্তানের ডাক্তাররাও আন্দোলনে সামিল হয়েছেন।
‘ওয়াইডিএ পাকিস্তান’ নামে একটি ফেসবুক পেজ থেকে দুটি ভিডিও শেয়ার করা হয়। এর মধ্যে একটিতে দাবি করা হয়, কলকাতায় চিকিৎসকদের ওপর আক্রমণের ঘটনার প্রতিবাদে পাক চিকিৎসকরা মিছিল করছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, #পাকিস্তান ইয়ং ডক্টর সাপোর্ট ইন্ডিয়ান ইউ#ওয়াইডিএইন্ডিয়া। মুহূর্তের মধ্যে ভিডিওটি দেদার ‘লাইক’ ও ‘শেয়ার’ করেন ভারত, পাকিস্তান দু’দেশেরই নেটিজেনরা।
সর্বভারতীয় ইংরেজি নিউজ পোর্টাল ‘The Quint’ জানিয়েছে, ওই ভিডিওটি আদপে পাকিস্তানের কোনও হাসপাতালের নয়, উত্তর প্রদেশের লখনউয়ের কিং জর্জ’স মেডিকেল কলেজের (কেজেএমকে) ভিডিও। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতিনিধিরা কেজেএমকের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরাও জানিয়েছেন, এনআরএসের ঘটনার প্রতিবাদে গত ১৩ ই জুন একটি মিছিল করেন তাঁরা। সেই ভিডিওটিই ঘুরে বেড়াচ্ছে পাকিস্তানি ফেসবুকে।
ওয়াইডিএ পাকিস্তানের শেয়ার করা আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন চিকিৎসক পোস্টার হাতে দাঁড়িয়ে আছেন, সেই পোস্টারে পরিষ্কারভাবে লেখা রয়েছে ‘কিং জর্জ মেডিকেল কলেজ উত্তর প্রদেশ, লখনউ’। কিন্তু ‘ওয়াইডিএ পাকিস্তান’এর বিভ্রান্তিকর ক্যাপশনে মনে হতে পারে, হয়তো পাকিস্তানের কোনও হাসপাতালের সামনে চিকিৎসকরা আন্দোলন করছেন।

Comments are closed.