সিজিও কমপ্লেক্সে পার্থ চট্টোপাধ্যায়-রাজীব কুমার, দু’জনকেই জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

সিজিও কমপ্লেক্সে পার্থ চট্টোপাধ্যায় এবং কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমার। সারদা মামলায় তৃণমূলের মহাসচিবকে তলব করেছিল সিবিআই। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি বর্তমানে ব্যস্ত রয়েছেন। কিন্তু শুক্রবার দুপুর সওয়া ২ টো নাগাদ আচমকাই সল্টলেক সিজিও কমপ্লেক্সে শিক্ষামন্ত্রীর কনভয় ঢুকতে দেখা যায়। দুপুর ১ টা ৫০ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন রাজীব কুমারও। তাঁদের দু’জনকেই সিবিআই জেরা করছে বলে সূত্রের খবর।

এর আগে শুক্রবার সিবিআইকে চিঠি দিয়ে সময় চেয়েছিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। এই মর্মে চিঠি নিয়ে সিআইডির এক আধিকারিক যান সিজিও কমপ্লেক্সে, সিবিআইয়ের দফতরে। কিন্তু তারপর কয়েক ঘণ্টার মধ্যেই সিজিও কমপ্লেক্সে হাজির হন রাজীব কুমার। রোজভ্যালি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। অন্যদিকে সারদা মামলায় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে।

Comments are closed.