লোকসভা ফলের নিরিখে ১৬৩ আসনে এগিয়ে তৃণমূল, ১২২ আসনে বিজেপি, কংগ্রেস ৯! বামেরা শূন্য, রাজ্যে লড়াই দ্বিমুখী

লোকসভা ভোটে ঐতিহাসিক সাফল্যের পর এবার বিজেপির পাখির চোখ রাজ্যে সরকার গঠন। রাজ্যে লোকসভার ফলের বিধানসভাওয়াড়ি ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, বিপুল শক্তি সংগ্রহ করে এখন বঙ্গ বিজেপি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে তৃণমূলের। টিমটিম করে জ্বলছে কংগ্রেস, নিশ্চিহ্ন বামেরা।
সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাংলায় বিজেপি পেয়েছে ১৮ টি আসন। গতবারের থেকে ১২ টি আসন খুইয়ে, তৃণমূল পেয়েছে ২২ টি আসন। কংগ্রেস ২ টি। একটি বাদে, সব আসনে জামানত খুইয়েছে সিপিএম সহ বামেরা। লোকসভার এই ফলকে রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রওয়াড়ি ফলে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, এই মুহূর্তে বিজেপি এগিয়ে রয়েছে রাজ্যের ১২২ টি বিধানসভা সিটে, তৃণমূল এগিয়ে ১৬৩ টিতে, কংগ্রেস ৯ টি বিধানসভা আসনে। বামেরা একটিও বিধানসভা আসনে এগিয়ে নেই। অর্থাৎ, তৃণমূলের চেয়ে মাত্র ৪১ টি আসনে পিছিয়ে রয়েছে বিজেপি।
প্রতিটি লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে ৭ টি করে বিধানসভা কেন্দ্র। ৪২ টি লোকসভা কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে, বাংলায় এমন ৩ টি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছেন, যার অন্তর্গত সব বিধানসভা আসনেই বিজেপি পিছনে ফেলেছে তৃণমূলকে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং রাঢ় বাংলার বাঁকুড়া ও আসানসোল লোকসভার অন্তর্গত ২১ টি বিধানসভা আসনেই এগিয়ে বিজেপি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, উত্তরবঙ্গের উত্তরতম কোণের পরপর চারটি আসন, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং লোকসভা কেন্দ্রের ফলাফলে দেখা যাচ্ছে, এই লোকসভাগুলোর ২৮ টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ২৪ টিতে, আর তৃণমূল মাত্র ৪ টি আসনে।
অন্যদিকে তৃণমূল জয় পেয়েছে এমন ৯ টি লোকসভার ৬৩ টি বিধানসভা আসনের একটিতেও বিজেপি এগিয়ে নেই। জঙ্গিপুর, মুর্শিদাবাদ, বসিরহাট, জয়নগর, ডায়মন্ড হারবার, যাদবপুর, উলুবেড়িয়া, তমলুক ও কাঁথি লোকসভা কেন্দ্রের সবকটি বিধানসভা আসনেই এগিয়ে তৃণমূল। কংগ্রেস এগিয়ে রয়েছে চাঁচল, মালতিপুর, মোথাবাড়ি, সুজাপুর, ফরাক্কা, সামশেরগঞ্জ, বড়ঞা, কান্দি এবং বহরমপুর বিধানসভা কেন্দ্রে। সিপিএম কিংবা বামফ্রন্ট রাজ্যের একটি বিধানসভা আসনেও এগিয়ে নেই। তবে যাদবপুর ও টালিগঞ্জ, এই দুই বিধানসভা কেন্দ্রে প্রাপ্ত ভোটের নিরিখে তারা রয়েছে দু’নম্বরে।
তৃণমূলের অবশ্য দাবি, লোকসভার ফল ধরে বিধানসভা ভোটকে বিচার করা সম্ভব নয়। আর বিধানসভা ভোটের এখনও বাকি দু’বছর। এবারের মোদী হাওয়া বিধানসভায় থাকবে না। তাছাড়া বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখও নেই। তবে তৃণমূলের দাবি মানতে রাজি নয় রাজ্য বিজেপি। তাদের বক্তব্য, হাওয়া বদলের সম্পূর্ণ ডিভিডেন্ড ঢুকছে গেরুয়া বাক্সেই। তৃণমূলের বিকল্প হিসেবে মানুষ বিজেপিকে বেছে নিয়েছে। তাই কেন্দ্রের মতোই বাংলাতেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠা এখন কেবল সময়ের অপেক্ষা।
বিধানসভাওয়াড়ি এই হিসেবে আরও একটি উল্লেখযোগ্য ব্যাপার হল, সারা রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনের একটিতেও এগিয়ে নেই সিপিএম সহ বামপন্থীরা। ক্ষমতা থেকে সরার মাত্র ৮ বছরের মধ্যে বামফ্রন্টের এই দুর্দশা দেখে বিস্মিত রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Comments are closed.