পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে, ভবিষ্যতে সব বাসই চলবে ব্যাটারিতে, ঘোষণা ফিরহাদ হাকিমের

জ্বালানির দাম উর্দ্ধমুখী। এই অবস্থায় বাস ভাড়া নিয়ে নাজেহাল সাধারণ মানুষ। ভবিষ্যতে সব বাসই ব্যাটারিচালিত হবে বলে জানালেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার বিধানসভায় ফিরহাদ হাকিম জানান, আগামী দিনে ১০০ শতাংশ বাস ব্যাটারিচালিত হবে। এই জন্য কলকাতায় তৈরি হয়েছে ৭৬ টি চার্জিং স্টেশন বলে জানান ফিরহাদ হাকিম। পরবর্তীকালে আরও চার্জিং স্টেশন তৈরি করার পরিকল্পনা চলছে বলে জানান পরিবহণ মন্ত্রী।

এদিন বিধানসভায় তিনি জানান, কলকাতায় এখন ১০০ টির মতন ই-বাস চলছে। আগামী বছর এই বাসের সংখ্যা আরও বাড়বে। তবে এই বাস তৈরি করতে প্রয়োজন হয় লিথিয়াম ব্যাটারি। যা দেশে পাওয়া যায় না। তাই ই-বাস তৈরিতে একটু সমস্যা রয়েছে। কিন্তু আগামী কয়েকবছরে ই-বাসের সংখ্যা আরও বাড়বে বলে জানান পরিবহণ মন্ত্রী।

এর আগেও শহরের বুকে ই-বাস চালানোর ক্ষেত্রে জোর দিয়েছেন ফিরহাদ হাকিম। কারণ বর্তমানে যে হারে তেলের দাম বাড়ছে, তাতে বাস চালাতে সমস্যা হচ্ছে। আর ভাড়া বাড়ানোর দাবি তুলছে বাস সংগঠনগুলি। কিন্তু ই-বাসের ক্ষেত্রে তেলের খরচ নেই। শুধুই চার্জিংয়ের খরচ আছে। এক কিলোমিটার রাস্তা যেতে এসি বা নন-এসি ই-বাসে খরচ হয় মাত্র ১২ থেকে ১৫ টাকা। পেট্রল-ডিজেলের দাম বাড়ার কারণে বাস মালিকরা বারবার ভাড়া দাবি করেছে। কিন্তু এতে সায় দেননি পরিবহণ মন্ত্রী।

Comments are closed.