PM Cares এর টাকায় কেনা হবে ১ লক্ষ অক্সিজেন কনসেন্ট্রেটর, পাবে রাজ্যগুলো

বুধবার বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী

পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটরের জন্য পিএম কেয়ার্স ফান্ড থেকে টাকা অনুমোদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ১ লক্ষ পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটর কেনা হবে। এবং যেসব রাজ্যে অক্সিজেনের সঙ্কট তীব্র, অগ্রাধিকারের ভিত্তিতে সেই সব রাজ্যে অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠানো হবে।

দিল্লি, উত্তরপ্রদেশ ছাড়াও একাধিক রাজ্য অক্সিজেন সঙ্কটের মুখে দাঁড়িয়ে। অক্সিজেনের অভাবে বহু করোনা রোগীর মৃত্যু হয়েছে। অক্সিজেনের অভাবে দিল্লির হাসপাতালগুলি রোগী ভর্তিও বন্ধ করে দিচ্ছে বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে পিএম কেয়ার্স তহবিল ভাঙ্গিয়ে ১ লক্ষ পোর্টেবল অক্সিজেন কনসেন্ট্রেটর কেনা হবে।

Comments are closed.