‘একটি পরিবার ধ্বংস করেছে দেশের অর্থনীতিকে’, গান্ধী পরিবারকে নিশানা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি এবং আরএসএসকে টানা আক্রমণ করে যাচ্ছিলেন রাহুল গান্ধী। এবার পালটা মুখ খুললেন নরেন্দ্র মোদী। রাফাল চুক্তির প্রসঙ্গ তুলে কংগ্রেস সভাপতি অভিযোগ তুলেছিলেন, বন্ধুকে (অনিল আম্বানী) বিশেষ সুবিধে করে দিতেই রাফাল চুক্তিতে অতিরিক্ত দাম ধার্য করা হয়েছে ফরাসি বিমানের। রবিবার দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিশানা করলেন গান্ধী পরিবারকে। বললেন, আগে, একটি পরিবারের কথাতেই ব্যবসায়ীদে ঋণ দেওয়া হোত। প্রধানমন্ত্রী বলেন দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে স্রেফ একটি পরিবার। তিনি বলেন, ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর ঋণখেলাপীদের চিহ্নিত করা হয়েছে।

Comments are closed.