সার্জিক্যাল স্ট্রাইকে সেনার অবদান প্রত্যেক ভারতীয়কে গর্বিত করবে; জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপনে গিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

২০১৪ সাল প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ভারতীয় সেনার সঙ্গে দীপাবলি উদযাপন করেন নরেন্দ্র মোদী। এবারেও তার ব্যতিক্রম হয়নি। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের রাজৌরির নৌসেরায় নিরপত্তার দায়িত্বে থাকা বাহিনীর সঙ্গে দীপাবলি কাটান তিনি। এদিন সেনা বাহিনীর প্রশংসা করতে গিয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, সর্জিক্যাল স্ট্রাইকে সেনাবাহিনীর অবদান প্রত্যেক ভারতীয়কে গর্বিত করবে।

সেনাবাহিনীর পোশাক পরেই বৃহস্পতিবার তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ভাষণে এদিন বারবার সেবাবাহিনীর প্রশংসা শোনা যায়। বলেন, সেনাবাহিনী ভারতের রক্ষাকবচ। তাঁদের জন্য দেশের মানুষ শান্তিতে ঘুমোতে পারেন। বাকি জীবনটাও নির্বিঘ্নে কাটাতে পারেন। তাঁর এদিনের বক্তব্যে উঠে আসে উপত্যকায় জঙ্গী হানার কথা। তাঁর কথায়, বর্ডার পেরিয়ে জঙ্গীরা দেশের অভ্যন্তরে যে আঘাত হানার চেষ্টা করেছিল, ভারতীয় সেনা সর্জিক্যাল স্ট্রাইক করে তার যোগ্য জবাব দিয়েছে। তারপরেই তিনি বলেন, সার্জিক্যাল স্ট্রাইকে ভারতীয় সেনার অবদান প্রত্যেক দেশবাসীকে গর্বিত করবে।

উল্লেখ্য, ২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি সন্ত্রাসবাদী হানায় রক্ত ঝড়েছিল উপত্যকার। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে পুলওয়ামা জেলায় সেনার কনভয়ে এক জইশ জঙ্গি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঢুকে পড়ে। প্রচন্ড বিস্ফোরণ-এ ঘটনাস্থলেই প্রাণ হারন ৪০ জনের বেশি জওয়ান। এই হামলার জবাবেই পালটা সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনার বোমারু বিমান বেশ কয়েকটি জইশ ঘাঁটি ধ্বংস করে দেয়।

Comments are closed.