‘ঈশ্বরের কাছে আপনার সুস্বাস্থ্য কামনা করি’, প্রধানমন্ত্রীকে জন্মদিনে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২ তম জন্মদিন। শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন টুইট করে শুভেচ্ছাবার্তা দেন মুখ্যমন্ত্রী। লেখেন, মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা তাঁর ৭২ তম জন্মদিনে। আমি আপনার সুস্বাস্থ্য এবং সুখের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি।

https://twitter.com/MamataOfficial/status/1571028119527763972?t=6rcENkyW_Mz9jsjMkWGsuA&s=19

নিজের জন্মদিনে ভারতে আগত ৮ টি চিতাবাঘের সঙ্গে সময় কাটান নরেন্দ্র মোদী। ৭৪ বছর পর ভারতীয় বন্য প্রাণ ফিরে পেয়েছে ৮ টি নয়া চিতা। নামিবিয়া থেকে আনা হয়েছে এই চিতাগুলি। মোদী নিজে কপিকল খুলে চিতাদের মধ্য প্রদেশের কুনো জাতীয় উদ্যানের মধ্যে প্রবেশ করান।

মোদীর জন্মদিনে মমতা ব্যানার্জি ছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আগামী দিনগুলি যাতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য বজায় থাকে, সেই কামনা করেছেন অভিষেক।

https://twitter.com/abhishekaitc/status/1571006551628062720?t=D1Gur86FG-9VOhBV2SCCvg&s=19

একাধিকবার দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মমতা ব্যানার্জি। বিভিন্ন সময়ে নরেন্দ্র মোদীর কাছে রাজ্যের দাবি দাওয়া চাইতে যেতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে।

অন্যদিকে এদিন মধ্যপ্রদেশে স্বনির্ভর গোষ্ঠীর অনু্ষ্ঠানে দেশের নারী শক্তির প্রশংসা শোনা যায় মোদীর মুখে। আবেগতাড়িত হয়ে মোদী বলেন, প্রতি বছর এই দিনে তিনি তাঁর মায়ের কাছে যান আশীর্বাদ নিতে। কিন্তু এ বছরে মায়ের কাছে যেতে পারেননি। এর পরিবর্তে, লক্ষ লক্ষ আদিবাসী এলাকা এবং গ্রামে কঠোর পরিশ্রম করা মায়েদের আশীর্বাদ পেয়েছেন তিনি বলে জানান।

Comments are closed.