শনিবারের ‘রোজগার মেলা’ ! ৫১ হাজার চাকরি প্রার্থীকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী 

শনিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘রোজগার মেলা’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫১ হাজারের বেশি চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন। এদিন একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই নিয়োগপত্র তুলে দেন চাকরি প্রাপকদের হাতে। 

সরকারের বিভিন্ন দফতর যেমন, রেল মন্ত্রণালয়, ডাক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজস্ব বিভাগ, উচ্চ শিক্ষা বিভাগ, স্কুলশিক্ষা বিভাগ, সাক্ষরতা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ অন্যান্য ক্ষেত্রে এই ৫১ হাজার চাকরি প্রার্থী কাজ করবেন। জানা গিয়েছে, সারা দেশজুড়ে এদিন প্রায় ৩৭টি জায়গায় এই রোজগার মেলার আয়োজন হয়েছে। 

এই অনুষ্ঠান শেষে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তৃতা রাখতে গিয়ে বলেন, দেশের তরুণ তরুণীদের রোজগারের ক্ষেত্রে এই রোজগার মেলা একটি গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছে। তিনি দাবি করেন, ২০২২-এ অক্টোবরে রোজগার মেলা শুরুর পর থেকে কেন্দ্র এবং এনডিএ শাসিত রাজ্যগুলো মিলিয়ে কয়েক লাখ যুবক যুবতী চাকরি পেয়েছে। যা একটি গুরুত্বপূর্ণ জার্নি। 

Comments are closed.