ঐতিহাসিক মুহূর্ত উপস্থিত! ব্রিগেডের মঞ্চে মোদি

উড়ছে গেরুয়া পতাকা, জনস্রোতে উপচে পড়ছে ময়দানে চত্বর।

কলকাতার মাটিতে পদার্পণ নরেন্দ্র মোদির। ব্রিগেডের ময়দানে লক্ষ লক্ষ জনগণ স্বাগত জানাচ্ছে তাঁকে। উড়ছে গেরুয়া পতাকা, জনস্রোতে উপচে পড়ছে ময়দানে চত্বর।

কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান পৌঁছানো মাত্রই বাংলার উদ্দেশ্যে তিনি টুইট করেন। সেখানে তিনি লিখছেন, কলকাতায় অবতরণ। বিশাল দলীয় সমাবেশের পথে এখন। দলের হয়ে কাজ করতে এবং বাংলার মানুষের পাশে দাঁড়াতে আমি আসছি।

কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান মাত্রই নরেন্দ্র মোদিকে হেলিকপ্টারে করে কলকাতার রেসকোর্স প্রাঙ্গণে নিয়ে আসা হয়। হেলিকপ্টার মাটি ছোঁয়া পর ময়দানে উচ্ছ্বাসের ধুলো উড়তে থাকে। সূচনা হয় নতুন ইতিহাসের। হাতজোড় করে বিজেপি ব্রিগেডের মঞ্চে অবতরণ মোদিজীর। পরনে সাদা ধুতি-পাঞ্জাবি, গলায় গেরুয়া উত্তরীয়। পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ঘোষ গেরুয়া উত্তরীয় দিয়ে ব্রিগেড মঞ্চে স্বাগত জানান। মোদিরচ্ছাসে ফেটে পড়ছে গোটা ময়দান। স্বাগত জানাচ্ছে বাংলাবাসি।

Comments are closed.