ব্রিগেডে পৌঁছালেন মিঠুন চক্রবর্তী, বিজেপি সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দ্বিগুণ
পরনে শুভ্র ধুতি-পাঞ্জাবি, চোখে কালো সানগ্লাস, শান্তির প্রতীক বহন করছেন নিজের শরীরে।
গতকালই জানিয়েছিলেন ব্রিগেডের মঞ্চে নতুন বাংলা গড়ার প্রতিশ্রুতি নেবেন মিঠুন চক্রবর্তী। ইতিমধ্যেই, ব্রিগেড সমাবেশে উপস্থিত তিনি। পরনে শুভ্র ধুতি-পাঞ্জাবি, চোখে কালো সানগ্লাস, শান্তির প্রতীক বহন করছেন নিজের শরীরে।
আজ বিজেপি ব্রিগেড দিবস। নির্বাচনের তারিখ ঘোষণার পর বাংলায় এই প্রথম প্রচার সভায় যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দর্শনে ময়দান চত্বরে শয়ে শয়ে মানুষ ভিড় জমিয়েছে। সেই ভিড়ের মুখেই পড়ে মিঠুন চক্রবর্তীর গাড়ি। বিজেপি সমর্থকরা মিঠুনের গাড়ি আটকে উচ্ছ্বাস দেখাতে শুরু করে। ফলে ব্রিগেডের মঞ্চ পৌঁছতে তাঁর ১০ মিনিট দেরি হয়।
একে একে তারকা মহল থেকে শুরু করে বিজেপি নেতারা ব্রিগেড ময়দানে আসতে শুরু করেছেন। আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চ অলংকৃত করতে আসতে চলেছেন নরেন্দ্র মোদি। সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
Comments are closed.