অসমের নাগরিকপঞ্জি ইস্যুতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় প্রধানমন্ত্রী

যাঁদের আত্মবিশ্বাস নেই, জনসমর্থন কমে যাওয়ার ভয় পান এবং দেশের প্রতিষ্ঠানের উপর বিশ্বাস কম, তাঁরাই ‘গৃহযুদ্ধে’র মতো শব্দ ব্যবহার করেন। নাগরিকপঞ্জি ইস্যুতে নাম না করে শনিবার এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী। অসমের নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে প্রায় ৪০ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার পর, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, এর ফলে দেশে ‘গৃহযুদ্ধে’র পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি তীব্র আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় সরকারকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য পেশের প্রায় ১০ দিন পর শনিবার সংবাদসংস্থার কাছে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘গৃহযুদ্ধ’, ‘রক্তস্নান’, দেশভাগের কথা যাঁরা বলেন, তাঁরা দেশের ভাবনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এদিন প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, নাগরিকপঞ্জির জন্য ভারতের কোনও বৈধ নাগরিককেই দেশ ছাড়তে হবে না। প্রত্যেককে নিজেদের নাগরিকত্ব প্রমাণের যথাযথ সুযোগ দেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.