নিজাম প্যালেসে বাইরে বিক্ষোভ দেখানোয় ৪ জনকে গ্রেফতার করল পুলিশ

ধৃত চারজনকে আজ কোর্টে তোলা হবে

সোমবার নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভ দেখানো চার বিক্ষোভকারীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।

গত সোমবার নারদাকাণ্ডে রাজ্যের হেভিওয়েট চার মন্ত্রী-নেতাকে গ্রেফতার করে সিবিআই। এবং তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছিল নিজাম প্যালেসে। এই ঘটনার পর থেকেই দিনভর নিজাম প্যালেসের বাইরে দফায় দফায় বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-সমর্থকেরা।

পুলিশ সূত্রে খবর, ধৃত চারজন বিক্ষোভকারীকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে হবে। তাঁদের কাছে জানতে চাওয়া হবে, নিজাম প্যালেসের গেটের বাইরে আরও কারা কারা বিক্ষোভ দেখিয়েছিল।

ইতিমধ্যই কয়েকজনের নাম পেয়েছে বলে জানিয়েছেন একজন পুলিশ অধিকারিক। তাঁদের খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ।

নারদাকাণ্ডে বিক্ষোভকারীদের মধ্যে ধৃত চারজনকে আজ কোর্টে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।

Comments are closed.