যাদবপুরকাণ্ড: খুন, সম্মিলিত অপরাধের পর এবার অ্যান্টি র‌্যাগিং আইনে মামলার আবেদন পুলিশের 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যু নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা রাজ্যে। ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে ৩০২ ধারায় খুন এবং ৩৪ ধারায় সম্মিলিত অপরাধের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, এবার ধৃতদের বিরুদ্ধে অ্যান্টি র‌্যাগিং আইনেও মামলার আবেদন করবে তদন্তকারীরা। 

জানা গিয়েছে, ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্তদের বিরুদ্ধে ‘র‌্যাগিং ইন এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যাক্ট, ২০০০’ অর্থাৎ, অ্যান্টি র‌্যাগিং আইনে মামলা রুজুর আবেদন করা হবে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার আলিপুর আদালতে ধৃত দীপশেখর দত্ত, মনোতোষ ঘোষ এবং সৌরভ চৌধুরীকে হাজির করানো হবে। ওই শুনানি চলাকালীনই ধৃতদের বিরুদ্ধে অ্যান্টি র‌্যাগিং আইনে মামলার আবেদন করবে পুলিশ। 

মৃত পড়ুয়ার পরিবার শুরু থেকেই হোস্টেলের সিনিয়রদের বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ তুলেছে। ঘটনাস্থলে গিয়েও তদন্তকারীরা একাধিক এমন তথ্য পেয়েছে যা অ্যান্টি র‌্যাগিংয়ের অভিযোগকেই আরও জোড়াল করেছে বলে তদন্তকারীদের দাবি। ৯ আগস্ট মৃত ছাত্রকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়েছিল বলেও অনেকে দাবি করেছে। সব মিলিয়েই এবার অ্যান্টি র‌্যাগিং মামলায়ও ধৃতদের বিরুদ্ধে তদন্ত করবে পুলিশ। 

Comments are closed.