ত্রাণ পরে দিবি আগে চড় খা! ভবানীপুরে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির রুদ্রনীলের

এই ঘটনার পর কালীঘাট থানায় অভিযোগ দায়ের করে বিজেপি

ত্রাণ দিতে গিয়ে চড় খাওয়ার অভিযোগ। এলাকার তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্টের বিরুদ্ধে চড় মারার অভিযোগ করলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। ভবানীপুরের তৃণমূল নেতা বাবলু সিংহের নেতৃত্বে তাঁর উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ রুদ্রনীলের।

করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষকে ত্রাণ দেওয়ার উদ্দেশে শুক্রবার দুপুরে ১ টা নাগাদ ভবানীপুরের ৭১ নম্বর ওয়ার্ডে হাজির হন রুদ্রনীল ঘোষ। তাঁর অভিযোগ, রাস্তায় নামতেই কয়েকজন তাদের ঘিরে ধরে। বচসা থেকে তা গড়ায় হাতাহাতিতে। বিজেপির অভিযোগ, সেই সময় একজন রুদ্রনীল ঘোষের ডান গালে চড় মারে।

এই ঘটনার পর বিজেপি প্রার্থীর প্রতিক্রিয়া, ত্রাণ দিতে এসেছিলাম। কিন্তু মার খেয়ে ফিরে যাচ্ছি। রাজ্যে এসব কী চলছে! রুদ্রনীল ঘোষ আরও অভিযোগ, তৃণমূল আমাদের কাজ করতে দিচ্ছে না, আর সাধারণ মানুষকে বলছে দেখুন বিজেপি কাজ করছে না। এই ঘটনার পর কালীঘাট থানায় অভিযোগ দায়ের করে বিজেপি।

বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের অভিযোগকে উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাঁদের বক্তব্য, ভবানীপুরে ত্রাণ দিতে এসেছেন ঠিক আছে। কিন্তু তা আগে থেকে কাউন্সিলারকে জানানো উচিত ছিল। সেই খাবার খেয়ে এলাকার লোকের ডায়রিয়া হলে তার দায় কে নেবে? অভিযুক্ত তৃণমূল নেতার পাল্টা দাবি, মারামারি হয়নি। বরং আমরা হাত জোড় করে ওদের অনুরোধ করেছি, দয়া করে এই সব করবেন না।

Comments are closed.