কোভিডের কারণে অনাথ শিশুদের পড়াশোনার ভার নেবে কেরলের সিপিএম সরকার

কোভিডে যে শিশুরা তাঁদের মা-বাবাকে হারিয়েছেন তাঁদের ৩ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা

কোভিডের কারণে অনাথ হওয়া শিশুদের পড়াশোনার ভার নিচ্ছে কেরলের সিপিএম সরকার। গ্রাজুয়েশন অবধি বিনামূল্যে পড়াশোনা করতে পারবে সেই সব পড়ুয়ারা। একথা টুইটের মাধ্যমে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। শুধু তাই নয়, কোভিডে যে শিশুরা তাঁদের মা-বাবাকে হারিয়েছেন তাঁদের ৩ লক্ষ টাকা দেওয়ার ঘোষণাও করেছেন তিনি।

পিনারাই বিজয়নের কথায়, অনাথ শিশুদের মাসিক ২ হাজার টাকা করে দেওয়া হবে। ১৮ বছর পর্যন্ত এই টাকা দেবে কেরল সরকার।

দ্বিতীয় বারের জন্য কেরলে ক্ষমতায় এসেছে পিনারাই বিজয়ন। করোনার প্রথম ঢেউ রোধে সুনাম অর্জন করেছিল কেরলের বাম সরকার। দ্বিতীয়বার ক্ষমতায় এসেও কোভিড সংক্রমণ রোধে একাধিক ব্যবস্থা নিচ্ছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

বুধবার টুইটে তিনি জানিয়েছেন, রাজ্যের ৪২ লক্ষ গরিব পরিবারকে সরকারি হাসপাতালে বিনামূল্যে করোনার চিকিৎসা দেওয়া হবে। এছাড়া সরকারি করুন্য আরোগ্য সুরক্ষা যোজনার আওতায় রাজ্যের ৫৮৪ টি বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন করোনা সংক্রমিতরা।

Comments are closed.