শুক্রবারও ভারী বৃষ্টির সম্ভাবনা, রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন

শুক্রবারও রাজ্যের একাধিক জেলায় জারি থাকবে বৃষ্টিপাত। কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। জলপাইগুড়ি, কালিম্পঙ, দার্জিলিং জেলায় ভারী বৃষ্টিপাত চলবে সারাদিন। উত্তরপ্রদেশে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত। হাওয়া অফিস সূত্রে খবর, জোড়া ঘূর্ণাবর্ত এবং মৌসুমী বায়ু এই দুইয়ের প্রভাবেই চলছে বৃষ্টি।

মৎস্যজীবীদের ১৮ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রবিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এদিকে এখনও কলকাতার বিস্তীর্ণ এলাকা জলবদ্ধ। গলফগ্রিন বা ঠনঠনিয়া এলাকায় এখনও রাস্তার উপর দিয়ে জল বইছে। বাইরে বেরিয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।

Comments are closed.