ফল ঘোষণার পরেই শুরু রাজনৈতিক সংঘর্ষ, রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের অফিস ভাঙচুর, আগুন, দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

লোকসভা ভোটের ফল ঘোষণার ২৪ ঘন্টাও কাটেনি, এরমধ্যেই রাজ্যজুড়ে রাজনৈতিক কর্মীদের আক্রান্ত হওয়া থেকে শুরু করে তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তাপ ছড়িয়েছে। কোচবিহার, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলা থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে।
কোচবিহারে বিজেপির নিশীথ প্রামাণিকের জয়ের পরেই বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। কোচবিহারের সিতাইয়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর এবং তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। একইভাবে কোচবিহারের তুফানগঞ্জেও রাজনৈতিক হিংসা শুরু হয়েছে। তৃণমূল-বিজেপির সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
বীরভূমের সাঁইথিয়াতেও তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে, তৃণমূল কর্মীদের অভিযোগ, শুক্রবার সকালে লাঠি-বাঁশ নিয়ে তাঁদের ওপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এমনকী তৃণমূলের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
লোকসভা ও উপনির্বাচনের ফলাফলের পরও অশান্তি অব্যাহত বারাকপুর কেন্দ্রে। ভাটপাড়া, কাঁকিনাড়া সহ বারাকপুরের বিভিন্ন এলাকায় বহিরাগতদের ঢুকিয়ে অশান্তি পাকাচ্ছেন বিজয়ী বিজেপি প্রার্থী অর্জুন সিংহ, অভিযোগ তৃণমূল নেতৃত্বের। অভিযোগ উড়িয়ে তৃনমূলের বিরুদ্ধে পাল্টা সন্ত্রাসের অভিযোগ করেছেন অর্জুন সিংহ। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, হাওড়ার শালিমার, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় সহ বিভিন্ন জায়গায় তৃণমূল কার্যালয় দখল, ভাঙচুর, তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর ও বিজেপি-তৃণমূল সংঘর্ষের খবর আসছে। কোথাও অবস্থা সামাল দিতে গিয়ে জখম হচ্ছেন পুলিশ কর্মীরা, কোথাও নামানো হয়েছে র‍্যাফ।

Comments are closed.