অসময়ে বৃষ্টির জের, ফের বাড়তে চলছে আলুর দাম! 

ডিসেম্বরে বৃষ্টি! আর যার জেরে ফের বাড়তে চলেছে আলুর দাম। পাইকারী ব্যবসায়ীদের একাংশ জানাচ্ছে খুচরো বাজারে আলুর দাম কেজি প্রতি বেশ খানিকটা বাড়তে পারে। 

বর্তমানে খুচরো বাজারে চন্দ্রমুখী আলুর দাম কেজি প্রতি ২৫ থেকে ২৭ টাকা। জ্যোতি আলুর দাম ২০ থেকে ২২ টাকা। দু ধরণের আলুর দামই কেজি প্রতি ৬ থেকে ৮ টাকা করে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

দাম বৃদ্ধির কারণ হিসেবে মনে করা হচ্ছে অসময়ে বৃষ্টি। ডিসেম্বরে বৃষ্টির কারণে বিঘের পর বিঘে জমিতে আলুর বীজ নষ্ট হয়ে গিয়েছে। যে কারণে আগামী দিনে আলুর উৎপাদনে প্রভাব পড়বে। তার ওপরে হিমঘর থেকে অনেকেই মজুত আলু বের করতে চাইছে না। সব মিলিয়ে বাজারে আলুর যোগানে ঘাটতি পড়তে পারে। যে কারণে আলুর দামও বৃদ্ধি পাবে। 

Comments are closed.