এবার রাজভবনে প্রবেশ করতে পারবেন আপনিও! মুখ্যমন্ত্রীকে প্রতীকী চাবি তুলে দিলেন রাষ্ট্রপতি 

কলকাতার দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম রাজভবন। রাজ্যপাল থাকেন সেখানে। সামনে দিয়ে যাওয়ার সময় ব্রিটিশ আমলে তৈরি প্রসাদোপম অট্টালিকার দিকে পথচারীদের চোখ যাবেই। ভেতরে যাওয়ার ইচ্ছে থাকলেও এতদিন সে সুযোগ ছিল না সাধারণ মানুষের। তবে এবার রাজভবনে ঘুরে দেখতে পারবেন আপনিও। আর যার সূচনা হিসাবেই মুখ্যমন্ত্রীর হাতে একটি প্রতীকী চাবি তুলে দেন রাষ্ট্রপতি। 

সোমবার দু’দিনের রাজ্য সফরে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর সম্মানে রাজভবনে নৈশভোজ রেখেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রীর হাতে রাজভবনে একটি প্রতীকী চাবি তুলে দেন রাষ্ট্রপতি। এবার থেকে রাজভবনের ভেতরে ও বাইরে হেঁটে ঘোরা যাবে। যদিও এই ‘হেরিটেজ ওয়াকের’ সম্পূর্ণ দায়িত্ব নেবে রাজ্য সরকার। কবে থেকে সাধারণ মানুষ এই সুযোগ পাবেন, সে সম্পর্কে এখনও নবান্নের তরফে অনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। যদিও নবান্ন সূত্রে খবর, খুব শীঘ্রই রাজভবনে এই হেরিটেজ ওয়াক শুরু করতে আগ্রহী রাজ্যের পর্যটন দফতর। এ নিয়ে রাজভবনের তরফে একটি ট্যুইটও করা হয়েছে। 

Comments are closed.