করোনার নয়া ভ্যারিয়েন্ট নিয়ে আজই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বৈঠক থেকে বড় সিদ্ধান্ত

করোনা নিয়ে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজই বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে করোনা নিয়ে। ইতিমধ্যেই  Omicron এর নয়া ভ্যারিয়েন্টের তিনটি কেস খুঁজে পাওয়া গিয়েছে ভারতে। গুজরাত থেকে দুটি এবং ওড়িশা থেকে একটি কেসের খবর পাওয়া গিয়েছে। নতুন এই ভ্যারিয়েন্ট সংক্রমণ ছড়াচ্ছে চীন জাপান সহ একাধিক দেশে। তাই সতর্কতা অবলম্বন করেছে ভারতও। জনবহুল স্থানে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের ব়্যাপিড টেস্টেরও নির্দেশ জারি হয়েছে।

এর আগে বুধবার  করোনা নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। তিনি জানান, কোভিড এখনও শেষ হয়নি। সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। কঠিণ পরিস্থিতি মোকাবিলার জন্য ভারত প্রস্তুত। এর ২৪ ঘন্টার মধ্যেই ফের বৈঠকে বসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই বিশ্বের বেশ কিছু দেশে নতুন করে ওমিক্রনের ভ্যারিয়েন্ট ছড়াতেই চিন-সহ বিদেশ থেকে আসা সমস্ত আন্তর্জাতিক যাত্রীদের বিমানবন্দরেই করোনা পরীক্ষা শুরু হয়েছে।

Comments are closed.