ফের বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবারের গন্তব্য আরব

ভারতের সঙ্গে আরবের ব্যবসায়িক সম্পর্ক আরও ভালো করতেই মোদী যোগ দেবেন দুবাই এক্সপো অনুষ্ঠানে

ফের বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তিনি যাচ্ছেন আরবে। ২০২২ সালের শুরুতেই আরবে যাচ্ছেন তিনি। ২০২২ জানুয়ারিতে দুবাই এক্সপো অনুষ্ঠানে যোগ দিতেই আরবে যাচ্ছেন মোদী। দুবাই এক্সপো ২০২০ অনুষ্ঠিত হবে ২০২২ সালে। করোনা আবহে এই অনুষ্ঠান করা যায়নি এতদিন। তাই ২০২২ সালে অনুষ্ঠিত হবে দুবাই এক্সপো। এই অনুষ্ঠানে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই অনুষ্ঠানেই আরবের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন মোদী। ভারত ছাড়াও অনুষ্ঠানে ভারত ছাড়াও থাকবে থাইল্যান্ড, ব্রাজিল, টার্কি ও রাশিয়া।

জানা গিয়েছে, ভারতের সঙ্গে আরবের ব্যবসায়িক সম্পর্ক আরও ভালো করতেই দুবাই এক্সপো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোদী। এই অনুষ্ঠান মঞ্চে ভারতের তরফে আয়ুর্বেদ শাস্ত্র, যোগব্যায়াম ও মহাকাশ বিজ্ঞানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অসামরিক বিমান মন্ত্রী হরদীপ পুরী, বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলিধরন ছাড়াও আরও অনেকে।

করোনা আবহে অনেকদিন বিদেশ সফর বন্ধ ছিল মোদীর। এরমধ্যে জি-২০ সামিট ও আমেরিকার নতুন রাষ্ট্রপতির আমন্ত্রণে গিয়েছিলেন বিদেশে। এর আগে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকি উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি।  এবার ২০২২ সালের শুরুতেই আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

Comments are closed.