প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হল। শুক্রবার ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘গাদাগ পেল গি খোরলো’ দেওয়ার কথা ঘোষণা করলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। একটি টুইট করে একথা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে একটি টুইট করা হয়।
Overjoyed to hear His Majesty pronounce Your Excellency Modiji’s @narendramodi name for the highest civilian decoration, Order of the Druk Gyalpo.https://t.co/hD3mihCtSv@PMOIndia @Indiainbhutan pic.twitter.com/ru69MpDWlq
— PM Bhutan (@PMBhutan) December 17, 2021
প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজা জানিয়েছেন, করোনা অতিমারির মোকাবিলায় মোদীজির নিঃস্বার্থ সাহায্য পেয়েছি। বছরের পর বছর ধরে মোদীজি ভুটানের সঙ্গে নিঃশর্ত বন্ধুত্ব বজায় রেখেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন মহান, ধার্মিক মানুষ। ভারতের প্রধানমন্ত্রীকে এই সম্মান প্রদান অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বলেও জানা গিয়েছে। এই পুরস্কার তাঁরই প্রাপ্য ছিল। ভুটানের মানুষের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন।
টুইটার ছাড়া ফেসবুকে ভুটানের প্রধানমন্ত্রীর দফতর একটি পোস্ট করেছেন। সেখানে জানানো হয়েছে, রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘গাদাগ পেল গি খোরলো’ হিসেবে নরেন্দ্র মোদীর নাম ঘোষণা করেছেন রাজা। এই ঘোষণায় প্রধানমন্ত্রীর দফতর খুব খুশি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের বন্ধুত্ব অনেকদিনের। প্রধানমন্ত্রী হিসাবে ২০১৮ সালের নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর সে বছরেরই ডিসেম্বরে তাঁর প্রথম বিদেশ সফর ছিল ভুটান। এরপর ২০১৯ সালে ফের ভুটান সফর করেন মোদী।
Comments are closed.