মোদীর গড়ে দাঁড়িয়ে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের ডাক প্রিয়ঙ্কা গান্ধীর, রাফাল নিয়ে ফের মোদীকে আক্রমণ রাহুলের

মোদীর গড়ে দাঁড়িয়ে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের ডাক দিলেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। গান্ধীনগরের জনসভায় এদিন রাজীব তনয়া বলেন, দেশের সাংবিধানিক সংস্থাগুলির ওপর একের পর এক আঘাত হানা হচ্ছে। হিংসা ছড়িয়ে পড়ছে দেশের সর্বত্র। এই সময়ে দাঁড়িয়ে দেশকে সুরক্ষিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে ডাক দেন প্রিয়ঙ্কা। সভায় উপস্থিত মানুষের উদ্দেশে তাঁর বার্তা, ‘ভোটই আপনার অস্ত্র। তাই সঠিক সিদ্ধান্ত নিন, সঠিক প্রশ্ন তুলুন।’
প্রিয়াঙ্কা তাঁর কয়েক মিনিটের ভাষণে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন, গত নির্বাচনে চাকরির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা কোথায় গেল? কোথায় গেল প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা? নারী সুরক্ষা নিয়েও মোদী সরকারকে নিশানা করেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে প্রিয়াঙ্কা বলেন, সঠিক প্রশ্ন তুলুন। এ দেশ আপনার।
মঙ্গলবার গান্ধীনগরে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী বা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সহ দলের তাবড় নেতা উপস্থিত থাকলেও, সভার মূল আকর্ষণ ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরাই। তাঁর প্রথম প্রকাশ্য রাজনৈতিক ভাষণ শুনতে উদগ্রীব ছিলেন আমজনতা।
লোকসভা নির্বাচনের কয়েকমাস আগে উত্তর প্রদেশের মতো রাজ্যে কংগ্রেস দায়িত্বভার তুলে দিয়েছে প্রিয়াঙ্কা গান্ধী বঢরার হাতে। একদিকে মায়াবতী-অখিলেশ জোট, অন্যদিকে যোগী আদিত্যনাথের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ের চ্যালেঞ্জ নিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। আবার প্রত্যক্ষ রাজনীতিতে এসে প্রথম রাজনৈতিক ভাষণটাও দিলেন মোদীর গড়ে গিয়ে।
অন্যদিকে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী রাফাল নিয়েই আক্রমণ শানালেন মোদীর বিরুদ্ধে। তাঁর কটাক্ষ, প্রধানমন্ত্রী মোদী বায়ুসেনার প্রশংসা করছেন আজকাল, কিন্তু একবারও বলছেন না যে বায়ুসেনার পকেট থেকে ৩০ হাজার কোটি টাকা চুরি করে শিল্পপতি অনিল আম্বানীর পকেটে ভরে দিয়েছেন তিনি। শিল্পপতি অনিল আম্বানীকেও খোঁচা দিতে ছাড়েননি রাহুল। কংগ্রেস সভাপতি বলেন, যুদ্ধ বিমান তৈরি তো দূর অস্ত, অনিল আম্বানী কখনোও কাগজের উড়োজাহাজও বানাতে পারবেন না।

Comments are closed.