‘ইন্দিরা ইজ ব্যাক’, দেবী দুর্গার সঙ্গে তুলনা করে প্রিয়াঙ্কার নামে পোস্টার রায়বেরিলিতে, লোকসভার প্রার্থী হচ্ছেন বলে জল্পনা
বুধবারই কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছে, সক্রিয় রাজনীতিতে পা দিচ্ছেন রাজীব গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢড়া। আসন্ন লোকসভা নির্বাচনের আগে তাঁকে দলের পূর্ব উত্তর প্রদেশ শাখার সাধারণ সম্পাদক করা হয়েছে বলে ঘোষণা করেছে কংগ্রেস। কংগ্রেস নেতা কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল প্রিয়াঙ্কা যাতে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। বুধবার তাদের সেই দাবিই পূর্ণতা পেল। প্রিয়াঙ্কার এই সক্রিয় রাজনীতিতে যোগদানের খবরে আনন্দে ফেটে পড়েছেন উত্তর প্রদেশের কংগ্রেস কর্মীরা। ঘোষণা হওয়ার পরেই রায়বেরিলির জায়গায় জায়গায় প্রিয়াঙ্কার নামে পোস্টার পড়েছে। সেখানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রিয়াঙ্কার ঠাকুমা ইন্দিরা গান্ধীর সঙ্গে তাঁর তুলনা করা হয়েছে, কোথাও বা স্বয়ং দেবি দুর্গার রূপ বলা হয়েছে রাজীব-সোনিয়া তনয়াকে। বলা হচ্ছে, উত্তর প্রদেশে দুর্নীতির অবসান ঘটবে প্রিয়াঙ্কার হাত ধরে। দলের নেতা কর্মীদের অনেকের আশা, ইন্দিরা গান্ধীর মতোই প্রিয়াঙ্কা ভবিষ্যতে নিজেকে আয়রন লেডি হিসাবে তুলে ধরতে সফল হবেন।
অন্যদিকে, জল্পনা চলছে আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায়বেরিলি কেন্দ্র থেকে ভোটে লড়তে পারেন প্রিয়াঙ্কা। বর্তমানে রায়বেরিলির সাংসদ সোনিয়া গান্ধী। মনে করা হচ্ছে, অসুস্থতার কারণে যদি সোনিয়া এবার নির্বাচন না লড়েন তা হলে তাঁর কন্যা সেখান থেকে ভোটে দাঁড়াবেন। যদিও এব্যাপারে কোনও মন্তব্য করতে চায়নি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। রাহুল গান্ধীও জানিয়েছে, ভোটে লড়বেন কিনা তা ঠিক করবেন প্রিয়াঙ্কা নিজেই।
তবে সক্রিয় রাজনীতিতে এদিন পদার্পন করলেও রাজনীতির ময়দানে একেবারে বেমানান নন প্রিয়াঙ্কা। এর আগের বিভিন্ন ভোটে রায়বেরিলি ও আমেঠিতে সোনিয়া, রাহুলের হয়ে প্রচার ও জনসংযোগের কাজ করেছেন প্রিয়াঙ্কা।
Comments are closed.