কুম্ভে শাহি স্নান করে বিজেপির বিরুদ্ধে উত্তর প্রদেশে লড়াই শুরু করবেন প্রিয়াঙ্কা! জল্পনা কংগ্রেসের অন্দরে

ইতিমধ্যেই দলে সাধারণ সম্পাদকের পদ দিয়ে লোকসভা ভোটের আগে বোন প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তর প্রদেশের (পূর্ব) দায়িত্ব অর্পণ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
সূত্রের খবর, আগামী ৪ ফেব্রুয়ারি কুম্ভে শাহি স্নান সেরে উত্তর প্রদেশে কাজ শুরু করবেন প্রিয়াঙ্কা। ৪ তারিখ মৌনি অমাবস্যা। সেদিন দ্বিতীয় শাহি স্নান অনুষ্ঠিত হবে কুম্ভে। সেদিন প্রয়াগরাজে গিয়ে স্নান সারতে পারেন প্রিয়াঙ্কা। কোনও কারণে সেদিন এই কর্মসূচি বাতিল হলে, ১০ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিন তৃতীয় শাহি স্নানের দিন কুম্ভে যেতে পারেন প্রিয়াঙ্কা। এরপর যৌথভাবে লখনউয়ে একটি সাংবাদিক সম্মেলন করারও কথা আছে রাহুল-প্রিয়াঙ্কার।
এর আগে ২০০১ সালে কুম্ভে গিয়ে শাহি স্নান সেরেছিলেন সোনিয়া গান্ধীও।
ইতিমধ্যেই, রাহুল গান্ধী জানিয়ে দিয়েছেন, লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে (পূর্ব) দলের প্রচারের দায়িত্ব সামলাবেন প্রিয়াঙ্কা। তবে লোকসভা ভোটে প্রিয়াঙ্কা প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে সিদ্ধান্ত তিনিই নেবেন বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি।
রাহুল জানিয়েছেন, এতদিন ছেলে-মেয়েদের বড় করার দিকেই মনোনিবেশ করেছিলেন বোন প্রিয়াঙ্কা।  তাই এখন পূর্ণ সময়ের রাজনীতিতে আসার এই সিদ্ধান্ত প্রিয়াঙ্কা নিজেই বুঝে-শুনে নিয়েছেন। তাঁকে দলের তরফে কোনও চাপ দেওয়া হয়নি।
তবে সক্রিয় রাজনীতিতে এবার এলেও, এর আগেও রাহুল ও সোনিয়ার নির্বাচনী কেন্দ্রগুলিতে জনসংযোগ ও প্রচারের কাজে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। সম্প্রতি রাজস্থান ও মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়েও রাহুল গান্ধী প্রিয়াঙ্কার সাথে আলোচনা করেন বলেও খবর।

Comments are closed.