পুজোর চমক, চালু হল এনজেপি-দার্জিলিং ভিস্তা ডোম টয় ট্রেন পরিষেবা

পুজোর আগেই নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং ভিস্তা ডোম টয় ট্রেন পরিষেবা চালু হল। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা, চা বাগান ও তিস্তা নদী  ও পাহাড়ি ঝর্ণা। সোমবাস সকালে নিউ জলপাইগুড়ি থেকে সবুজ পতাকা উড়িয়ে এই ট্রেন ছাড়ে। এই ট্রেন ছাড়ার আগে সেখানে উপস্থিত হন সাংসদ রাজু বিস্ত ছাড়া আরও অনেকে।

এই টয় ট্রেন সম্পূর্ণ বাতানুকূল। ট্রেনে আছে ১৫ টি সিট। আর প্রতি সিটে আছে একটি করে বড় জানলা। সপ্তাহে তিনদিন ছাড়বে এই ট্রেন। নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে প্রতি সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার। অন্যদিকে দার্জিলিং থেকে ট্রেন ছাড়বে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। ভাড়া মাথাপিছু ১৫০০ টাকা। ট্রেনে থাকছে খাওয়ার ব্যবস্থা। প্রাকৃতিক সৌন্দর্য দেখার সঙ্গে যাত্রীরা ইচ্ছা মতন খাবার খেতে পারবেন। কারণ ট্রেনের সঙ্গে যুক্ত আছে রেস্তোরাঁ কোচও। রেস্তোরাঁয় খাবারের খরচ ১৩০০ টাকা।

এর আগে গত বছর পর্যটকদের জন্য চালু হয়েছিল দার্জিলিং-আলিপুরদুয়ার ভিস্তা ডোম ট্রেন পরিষেবা। ট্রেনের কোচে বসেই কাচের জানলা এবং কাচের সিলিং দিয়ে ডুয়ার্সের প্রকৃতি উপভোগ করতে করতে আপনি পৌঁছে যাবেন নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার। আবার ইচ্ছে হলে ওই ট্রেনে ওই দিনই ফিরে আসতে পারেন এনজেপিতে। এরপর সোমবার সকালে এনজেপি স্টেশনে সবুজ পতাকা নেড়ে এই টয় ট্রেন পরিষেবার উদ্বোধন করলেন উত্তর-পূর্ব সীমান্ত (NF) রেলওয়ের জেনারেল ম্যানেজার অনুসূল গুপ্তা।

Comments are closed.