তুরস্ক-সিরিয়ার পাশে এবার কাতার; ভূমিকম্পে গৃহহীনদের জন্য পাঠানো হচ্ছে বিশেষ কেবিন 

তুরস্ক, সিরিয়া মিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৩৫ হাজারে। ভূমিকম্পে দুই দেশই যেন এখন মৃত্যুপুরী। কয়েক হাজার মানুষ গৃহহীন। এই অবস্থায় তুরস্ক, সিরিয়ার পাশে দাঁড়াল কাতার। গৃহহীনরা যাতে মাথা গোঁজার ঠাঁই পান, সে জন্য কাতার থেকে দু’দেশে পাঠানো হচ্ছে বিশ্বকাপে ব্যবহৃত বিশেষ চলমান কেবিন। 

মাস দুয়েক আগেই শেষ হয়েছে কাতার বিশ্বকাপ। ওই বিশ্বকাপ আয়োজনে বিপুল সংখ্যক মানুষের থাকার জন্য জাহাজের বিশাল বিশাল কন্টেনারগুলোকে বসবাসের উপযোগী করে তৈরি করা হয়েছিল। এবার সেই চলমান কেবিনই পাঠানো হচ্ছে তুরস্ক, সিরিয়ায়। জানা গিয়েছে, ইতিমধ্যেই দুই দেশের গৃহহীনদের জন্য কাতার থেকে প্রায় ১০ হাজার চলমান কেবিন পাঠানো হয়েছে। 

সোমবারই দোহা বন্দর থেকে কেবিনগুলো কাতার, সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেবে। প্রয়োজনে কেবিনের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানা গিয়েছে। শুধু কেবিন পাঠানোই নয়। কাতারের তরফে আগেই জানানো হয়েছিল বিপর্যয় কাটিয়ে উঠতে দুই দেশকে তারা সবরকমের সাহায্য করবে। ইতিমধ্যেই কাতার থেকে একটি ১৩০ জনের উদ্ধারকারী দল এবং প্রায় ১০০ টন ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। 

Comments are closed.