রেকর্ড ভিড় গঙ্গাসাগর মেলায়; এক ডজন স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের 

রেকর্ড ভিড় হচ্ছে সাগর মেলায়। তীর্থযাত্রীদের ভিড় সামাল দিতে ১২টি স্পেশাল ট্রেনের ঘোষণা করল রেল। সোমবারই রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল। সেই মতো আজ অর্থাৎ ১২ জানুয়ারি থেকে বিশেষ ট্রেন পরিষেবা শুরু হয়ে যাচ্ছে। জানা গিয়েছে, শিয়ালদহ এবং কলকাতা সহ বেশ কয়েকটি স্টেশন থেকে এই স্পেশাল ট্রেনগুলো ছাড়বে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২টি স্পেশাল ট্রেনের মধ্যে ৩টি শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে। ২টি ট্রেন কলকাতা স্টেশন থেকে, ৫টি ট্রেন নামখানা থেকে, ১টি ট্রেন লক্ষ্মীকান্তপুর থেকে এবং ১টি ট্রেন কাকদ্বীপ থেকে ছাড়বে।

 শিয়ালদা দক্ষিণ শাখা স্পেশাল ট্রেনগুলো ছাড়বে যথাক্রমে সকাল ৬.১৫মিনিট, দুপুর ২.৪০ ও বিকেল ৪.২৪ মিনিট। কলকাতা স্টেশন থেকে  সকাল ৭.৩৫ এ দুটি বিশেষ ট্রেন ছাড়বে। এছাড়াও নামখানা স্টেশন থেকে পাঁচটি স্পেশাল ট্রেন  ২.০৫, ৯.১০ টায়, ১১.১৮ এবং ৮.৩৫ মিনিটে ছাড়বে। কাকদ্বীপ থেকে দিনে একটি করে ট্রেন ছাড়বে দুপুর ২.৪০-এ। ওই একই সময়ে লক্ষ্মীকান্তপুর থেকেও আরও একটি ট্রেন ছাড়বে।

Comments are closed.