প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড় তুলে লক্ষ্মীলাভ রেলের; কোষাগারে এল কত? 

করোনার সময় থেকে প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড় তুলে দিয়েছিল রেল। আর এর জেরেই বিপুল অঙ্কের রোজগার বাড়ল রেলের। সম্প্রতি এক আরটিআইয়ের জবাবে রেল জানিয়েছে ভাড়ায় ছাড় তুলে দিয়ে কত রোজগার বাড়ল রেলের। রেলের তরফে যে টাকার অঙ্কটা জানানো হয়েছে, তা রীতিমতো চোখ কপালে তুলে দেওয়ার মতো।

রেলের তরফে জানানো হয়েছে, ২০২২-২০২৩ সালে টিকিটে ছাড় না দিয়ে রেলের রোজগার হয়েছে, ২২৪২ কোটি টাকা। ২০২২ সালে ওই বাবদ রেলের আয় ছিল ১৫০০ কোটি টাকা। আরটিআইয়ের জবাবে রেল আরও জানিয়েছে, ২০২২ সালের ১ এপ্রিল থেকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত মোট ৮ কোটি প্রবীণ নাগরিক টিকিট কেটেছেন। আর যা থেকে রেলের রোজগার হয়েছে ৫,০৬২ কোটি টাকা। ওই টাকার মধ্যেই রয়েছে, ২২৪২ কোটি টাকা।

উল্লেখ্য, করোনার পর থেকে অনেকবারই দাবি উঠেছিল, প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড় ফিরিয়ে আনা হোক। কেন্দ্রের তরফে এ নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত একটা মামলা দায়ের হলে কোর্ট তা ফিরিয়ে দেয়। দেশের শীর্ষ আদালত জানায়, এ সংক্রান্ত যা সিদ্ধান্ত নেওয়ার সরকারই নেবে।

Comments are closed.

                  ] var randomizedImage = modalData[Math.floor(Math.random() * modalData.length)]; window.onload = function () { modalImage.src = randomizedImage.imgUrl; modalLink.href = randomizedImage.link;            setTimeout(function () { document.body.appendChild(modalComponent); }, 3000) } crossButton.onclick = function (e) { e.preventDefault() document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } overlay.onclick = function(){ document.getElementsByClassName("custom-modal-component")[0].style.display = "none" } }