ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন? ভারতীয় রেল দিচ্ছে মোটা বেতনের চাকরি; জানুন বিস্তারিত

২০ জন শিক্ষানবিশ নিয়োগ করবে ভারতীয় রেলের অধীনস্ত রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস (আরআইটিইএস)। সংস্থার তরফে ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষানবিশ পদে চাকরি হলেও এই পদের জন্য মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার থেকে ১ লক্ষ টাকা। কারা আবেদন করতে পারবেন? কীভাবে আবেদন করা যাবে? অসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শূন্যপদ রয়েছে ২০টি। এদের মধ্যে দু’জন বিশেষ ভাবে সক্ষমও স্নাতকরাও সুযোগ পাবেন। আবেদনকারীর বয়েস হতে হবে ৩০-এর মধ্যে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্নাতকস্তরে আবেদনকারীদের ৬০% নাম্বার থাকতে হবে। সংরক্ষিত আসনের জন্য নূন্যতম ৫০% নম্বর থাকতে হবে। পাশাপাশি যাঁরা গ্রাজুয়েশনের ফাইনাল ইয়ারে পড়ছেন, তাঁরাও এই পদে আবেদন করতে পারবেন। তবে তার জন্য তাঁদের বাকি ইয়ার বা সেমিস্টারে ৬০% নাম্বার থাকতে হবে। সেই সঙ্গে চাকরিপ্রার্থীদের অবশ্যই গেট পরীক্ষায় সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় পাশ করতে হবে। 

রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। এসসি, এসটি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের আবেদন বাবদ দিতে হবে ৩০০ টাকা এছাড়া ওবিসি এবং বাকি প্রার্থীদের জন্য ধার্য করা হয়েছে ৬০০ টাকা। আবেদনের শেষ তারিখ ৩০ জুন,২০২৩। গেট পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এবং ইন্টারভিউয়ে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে নিয়োগ করা হবে। 

Comments are closed.